স্পোর্টস করেসপন্ডেন্ট
১২ এপ্রিল ২০২৫ ১৬:২৬
বাংলাদেশের নারী ফুটবলের অন্যতম সেরা সাফল্য এসেছিল কোচ গোলাম রব্বানি ছোটনের হাত ধরে। তার অধীনেই প্রথমবার সাফের নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতেন সাবিনা-ঋতুপর্ণারা। তবে এরপরই কাজের স্বাধীনতা নেই, এমন অভিযোগ তুলে চাকরি ছাড়েন তিনি। অবশ্য বাফুফের নতুন নির্বাচিত পরিচালনা পর্ষদ আসার পর তাকে আবার ফেরানো হয়েছে কোচিংয়ে।
বর্তমানে বাফুফের এলিট একাডেমি ও হেড অফ ইয়ুথ ফুটবলের প্রধান হিসেবে কাজ করছেন ছোটন। তবে বাফুফের ডেভেলপমেন্ট কমিটির এক সভার পর তাকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবে বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৯ মে ভারতে শুরু হবে টুর্নামেন্টটি, শেষ হবে ১৮ মে।
আগামী ১৭ এপ্রিল যশোরের শামসুল হুদা একাডেমিতে শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের প্রস্তুতি ক্যাম্প। সেখানে দশ দিন কাটানোর পর বিকেএসপির টার্ফের গ্রাউন্ডে শুরু হবে এক সপ্তাহের অনুশীলনে। কারণ ভারতের অরুণাচলে অনুষ্ঠেয় সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচই খেলা হবে টার্ফের মাঠে।
সারাবাংলা/জেটি
গোলাম রাব্বানি ছোটন
বাফুফে
বাফুফে এলিট একাডেমি