ঢাকা, ২১ ডিসেম্বর – আর মাত্র ২ মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটে আলোচনা কেন্দ্র বিন্দুতে সাকিব ও তামিমের দলের ফেরার ইস্যু। অনেকেই মনে করছেন এই টুর্নামেন্ট দিয়ে দেশের জার্সিতে মাঠে নামবেন দুই সিনিয়র ক্রিকেটার।
শনিবার (২১ ডিসেম্বর) বোর্ড সভা শেষে এই দুই তারকা ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে তামিমের দলে ফেরা নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। সে সময় তামিম ইস্যুতে বিসিবির সিদ্ধান্ত জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাই আজ সভা শেষে এ বিষয়ে প্রশ্ন করা বিসিবি সভাপতিকে।
তিনি বলেন, তামিম যেহেতু এখনও ওয়ানডে থেকে অবসর নেয়নি, নির্বাচকরা যদি মনে করেন তাকে দলে দরকার আছে তাহলে নিবে। এটাতে কোনো সমস্যা নেই।
দেশের ক্রিকেটে আরেক আলোচিত নাম সাকিব আল হাসান। আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকা ও হত্যা মামলার আসামি হওয়ায় দেশে ফিরতে পারছেন না তিনি। যার ফলে আসন্ন বিপিএল ও চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণ করা নিয়ে বিপাকে পড়েছেন দেশসেরা এই ক্রিকেটার।
এদিন সাকিবের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে ফারুক আহমেদ বলেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সময় ওর মানসিক অবস্থা ভালো ছিল না, তাই খেলতে পারেনি। তবে বিপিএল নিয়ে ওর কি ভাবনা আমি জানি না। এ বিষয়ে কোনো আপডেট নেই। আর যেহেতু সে ওয়ানডে থেকে অবসর নিইনি চ্যাম্পিয়নস ট্রফির জন্য বিবেচনায় থাকবে।
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। এই টুর্নামেন্টে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আর সাকিবকে দলে নিয়েছে চিটাগং কিংস।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২১ ডিসেম্বর ২০২৪
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::সাকিব-তামিমকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া যাবে first appeared on DesheBideshe.