সাকিবের বদলে স্কোয়াডে নতুন পেসার ডাকল বাংলাদেশ

সাকিবের বদলে স্কোয়াডে নতুন পেসার ডাকল বাংলাদেশ

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে শ্রীলংকার বিপক্ষে তৃতীয় ওয়ানডের স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন বাংলাদেশের তরুণ পেসার তানজিম হাসান সাকিব। সাকিবের বদলে স্কোয়াডে নতুন পেসার ডেকেছে স্বাগতিক বাংলাদেশ। ডাক পেয়েছেন আরেক তরুণ পেসার হাসান মাহমুদ।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলে দল থেকে বাদ পড়েছিলেন হাসান। বিপিএলেও খুব একটা সুবিধা করতে পারেননি। তবে সাকিবের ইনজুরিতে এবার সুযোগ মিলল হাসানের।

রোববার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিবৃতিতে বিসিবির চিকিৎসক বায়জেদুল ইসলাম খান বলেছেন, ‘তানজিম তার ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা ও অস্বস্তি অনুভব করছে। আজকের অনুশীলনে সে ভালো বোধ করেনি এবং আগামীকাল খেলার জন্যও সে ফিট নয়।’

আজ চট্টগ্রামে অনুশীলনের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন সাকিব। বোলিং করার সময় চোট পান তরুণ পেসার। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বেশ ভালো বোলিং করছিলেন তরুণ পেসার। দুই ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতেও অবদান করেছিলেন সাকিব।

আগামীকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজরে তৃতীয় ম্যাচটি। বাংলাদেশ গত দুই ওয়ানডেতেই তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল। তানজিম ছিটকে যাওয়ার পর তিন পেসারের স্কোয়াড হয়ে পড়েছিল বাংলাদেশ। হাসান মাহমুদের সংযুক্তিতে এখন স্কোয়াডে চার পেসারই হলো- তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, জাকের আলি অনিক ও হাসান মাহমুদ।

বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যকার সিরিজের সবকটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের সবচেয়ে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন জিটিভি এবং অনলাইন প্ল্যাটফর্ম র‍্যাবিটহোলবিডি

The post সাকিবের বদলে স্কোয়াডে নতুন পেসার ডাকল বাংলাদেশ appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

Scroll to Top