সাকিবকে ছুঁয়ে নবীর অনন্য কীর্তি

সাকিবকে ছুঁয়ে নবীর অনন্য কীর্তি

বহু বছর ধরে রেকর্ডটা ছিল শুধুই সাকিব আল হাসানের। ক্যারিয়ারের সায়াহ্নে এসে সেই সাকিবকে ছুঁয়ে ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন আফগানিস্তান অলরাউন্ডার মোহাম্মদ নবী। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ২ হাজার রান ও ১০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি গড়লেন তিনি।

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজে মাঠে নেমেছে আফগানরা। সংযুক্ত আরব আমিরাতে হওয়া পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন নবী।

এই সময় পাকিস্তানের ফাখার জামানকে ফিরিয়ে আন্তর্জাতিক টি-২০তে শততম উইকেটের দেখা পান নবী। এতেই সাকিবের পাশে বসেন তিনি। আন্তর্জাতিক টি-২০ তে আগেই ২০০০ হাজার রান ছুঁয়েছেন নবী।

আফগানদের হয়ে এখন পর্যন্ত ১৩৪ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন নবী। দীর্ঘ এই ক্যারিয়ারে ১০১ উইকেট শিকার করেছেন তিনি। পাশাপাশি ব্যাট হাতে ২২.২৪ গড় ও ১৩৫.৮৭ স্ট্রাইক রেটে করেছেন ২২৪৬ রান।

Scroll to Top