কর্মস্থলে না ফিরে ধর্মঘটে থাকলে চিকিৎসকদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়ার সরকার। কাজে না ফিরলে তাদের মেডিকেল লাইসেন্স বাতিল করার হুমকিও দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে ধর্মঘট প্রত্যাহার করে কর্মস্থলে না ফিরলে ধর্মঘটে থাকা চিকিৎসকদের গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা দিয়েছে সাউথ কোরিয়ার সরকার। দেশটির প্রায় ৩ চতুর্থাংশ জুনিয়র ডাক্তার গত সপ্তাহে তাদের চাকরি ছেড়ে চলে গেছে, যার ফলে দেশটির বড় হাসপাতালগুলোতে অস্ত্রোপচারে ব্যাঘাত ঘটছে এবং বিলম্ব হচ্ছে।
মূলত সাউথ কোরিয়ার শিক্ষানবিশ চিকিৎসকরা দেশটিতে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য প্রতি বছর ব্যাপকভাবে বেশি মেডিকেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সরকারি পরিকল্পনার প্রতিবাদ করছেন। কারণ, উন্নত দেশগুলোর মধ্যে সাউথ কোরিয়ায় ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা সবচেয়ে কম এবং দেশটিতে বয়স্ক নাগরিকের সংখ্যা বেশি। তাই এক দশকের মধ্যে দেশটিতে জনসংখ্যার তীব্র ঘাটতি হবে।
এই সপ্তাহে সাউথ কোরিয়ার রাজধানী সিউলের হাসপাতালগুলোর খালি করিডোরগুলো সেই ভবিষ্যতটি কেমন হতে পারে তার একটি আভাস দিচ্ছে। জরুরী কক্ষের বাইরের এলাকায় কেবল হাতেগোনা কয়েকজন ডাক্তার বা রোগীকে দেখা যাচ্ছে।