সাইবার নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় অ্যাপ ইমো | চ্যানেল আই অনলাইন

সাইবার নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় অ্যাপ ইমো | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সারাবিশ্বে অসংখ্য মানুষ সাইবার হামলার সম্মুখীন হচ্ছেন। সারাবিশ্বের মত বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরাও রয়েছেন ঝুকিতে।

বাংলাদেশের ব্যবহারকারীদের কথা মাথায় রেখে সম্প্রতি সাইবার নিরাপত্তায় পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ ইমো।

ইমোর দেয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত অ্যাপটি হ্যাকিং এর সাথে জড়িত থাকা ১ লাখ ৭৯ হাজার টিরও বেশি ডিভাইস নিষিদ্ধ করেছে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪ লাখ ৩৫ হাজারটি
অ্যাকাউন্ট হ্যাকিং ঝুঁকি থেকে সুরক্ষিত করেছে। পাশাপাশি বাংলাদেশি ব্যবহারকারীদের ৯ হাজার ৬০০টি অ্যাকাউন্ট পুনরুদ্ধারেও সহায়তা করেছে ইমো। এছাড়াও, প্রতারণার সাথে জড়িত ১,৮০০টি এবং হয়রানির সাথে জড়িত
৬ লাখ ৬৭ হাজারটি বাংলাদেশি অ্যাকাউন্ট সীমাবদ্ধ করেছে অ্যাপটি।

ব্যবহারকারীদের অ্যাকাউন্ট সুরক্ষায় অ্যাপটিতে আছে বেসিক ও অ্যাডভান্স লগ-ইন প্রটেকশন। যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই নিজেদের সুরক্ষিত রাখতে পারেন। সাম্প্রতিক দিনগুলোতে ইমোর পদক্ষেপগুলো বাংলাদেশের সাইবার সুরক্ষায় বেশ কার্যকর ভূমিকা পালন করছে। সামনের দিনগুলোতে সাইবার নিরাপত্তায়ও ইমোর পদক্ষেপগুলো অব্যাহত থাকবে বলে জানিয়েছে অ্যাপটি।

GOVT

Chokroanimation

Scroll to Top