মিরপুরের পিচে বাংলাদেশের দুই ওপেনার যা করছেন তা অনেকটা ‘অকল্পনীয়’ই বটে! মিরপুরের স্পিন রাজত্বের মন্থর পিচে বরাবরই সংগ্রাম করেন ব্যাটাররা। চলতি বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সেটা আরও বেশি। তবে আজ সিরিজের তৃতীয় ওয়ানডের শুরুতে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য।
ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো ঝড় তুলেছেন বাংলাদেশের দুই ওপেনার। ফিফটি পূর্ণ করেছেন দুজনই। তাতে বাংলাদেশও দলীয় শতক পেরিয়ে গেছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের রান ১২৩। ৫৯ বলে ৬৬ রানে অপরাজিত সৌম্য সরকার। সাইফ হাসান ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত।
সিরিজ জিততে হলে আজকের ম্যাচটা জিততেই হবে বাংলাদেশকে। সিরিজের প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ পরের ম্যাচ জিতে সমতায় ফেরে। আজ যে দল জিতবে সিরিজ তাতের। এমন সমীকরণে দারুণ সুচনা পেল বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করেছেন বাংলাদেশের দুই ওপেনার।
মিরপুরের কালো মাটির পিচ, মন্থর উইকেট, স্পিনারদের একক রাজত্ব এসব নিয়ে অনেক সমালোচনাই উঠছে। সিরিজের প্রথম দুই ম্যাচেই ভুগেছেন ব্যাটাররা। প্রথম ম্যাচে বাংলাদেশ ২০২ রান তুলেও বড় ব্যবধানে জিতেছিল। দ্বিতীয় ম্যাচ ২১৩ রান করার পর ম্যাচ টাই হয়। ব্যাটারদের দাঁড়াতেই দেননি স্পিনাররা।
কিন্তু আজ সাইফ আর সৌম্য বেছে নিলেন ভিন্ন পথ। শুরু থেকেই আক্রমাণাত্মক ব্যাটিং করে গেছেন দুজন। তাতেই যেন প্রতিপক্ষের বোলিং পরিকল্পনা ভেস্তে গেল! শুরু থেকেই সমান তালে ব্যাটিং করছেন দুজন।