সাইফউদ্দিন-নাঈমকে ফিরিয়ে টি-২০ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

সাইফউদ্দিন-নাঈমকে ফিরিয়ে টি-২০ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

শ্রীলংকার বিপক্ষে এই মুহূর্তে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। আসন্ন টি-২০ সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ। তিন বছর পর টি-২০ স্কোয়াডে ফিরেছেন মোহাম্মদ নাঈম, এক বছর পর দলে ফিরলেন মোহাম্মদ সাইফউদ্দিন।

শ্রীলংকার মাটিতে হতে যাওয়া তিন ম্যাচের টি-২০ সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস।

২০২২ সালের আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ টি–টোয়েন্টিতে মাঠে নেমেছিলেন নাঈম। দলে ফেরা সাইফউদ্দিন শেষবার টি-২০ দলে ছিলেন গত বছরে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে। টি-২০ স্কোয়াড থেকে বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত।

আগামী ১০ জুলাই পাল্লেকেলেতে হবে সিরিজের প্রথম টি-২০। ১৩ জুলাই ডাম্বুলাতে হবে দ্বিতীয় ম্যাচ। ১৬ জুলাই কলম্বোতে হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।

বাংলাদেশ স্কোয়াড- লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদি  হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।

Scroll to Top