একই সাথে একাধিক কাজ পরিচালনা করা যেকোন ব্যক্তির ক্ষেত্রে কঠিন হয়ে পড়ে। উভয় কাজের ভারসাম্য রক্ষা করতে না পেরে অনেক সময় বড় দুর্ঘটনার শিকার হয়েছেন অনেকেই। তবে এমন অনেক রয়েছেন যারা এর ব্যতিক্রম। করতে পারেন একসাথে দু’টি কাজ। নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তেমনই একটি ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, এক যুবক সাইকেল চালাতে চালাতে তুর্কি কফি বানাচ্ছেন এবং অন্যকে খাওয়াচ্ছেন।
বুধবার ২৮ ফেব্রুয়ারি এনডিটিভি’র এক প্রতিবেদনে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও প্রকাশিত হয়। ভিডিওটি পাঁচ মিলিয়ন মানুষ দেখেছেন।
ভিডিওতে দেখা যায়, এক যুবক প্রথমে তার সাইকেলের সামনের অংশে একটি ছোট কাঠের বোর্ড রাখেন। পরে একটি টুকরো কাপড় দিয়ে তা ঢেকে দেন। এরপর কফি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কাঠের উপর রাখতে শুরু করেন।
এরপর গরম পানির সাথে কফির দানাগুলো মিশিয়ে একটি ছোট চুলায় গরম করেন। কফি বানানো শেষ হলে, তা একটি ছোট কাপে নিয়ে সাইকেল না থামিয়ে একজন গ্রাহকের হাতে কফিটি তুলে দিতে দেখা যায়।
ভিডিওটি দেখে অনেকে বিভিন্ন মন্তব্য করেছেন। তার মধ্যে একজন মন্তব্য করেন, ‘ইশ! আমার জীবনটা এমন ভারসম্যপূর্ণ হতো।’
অন্য আরেকজন লিখেছেন, ‘এবার আমরা এমন দৃশ্য চলচ্চিত্রেও দেখতে যাচ্ছি।’