বাসস, নয়াদিল্লি জানায়, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গতকাল সকালে দিল্লিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। এক ঘণ্টার বৈঠকে তাঁরা শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন–সংক্রান্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠক থেকে বেরিয়ে হাছান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘আমরা আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও রোহিঙ্গা প্রত্যাবাসন থেকে শুরু করে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করেছি।’ তিনি বলেন, উভয় পক্ষ একমত হয়েছে যে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা শান্তি ও উন্নয়নের পূর্বশর্ত এবং এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে উভয় পক্ষকেই একসঙ্গে কাজ করতে হবে।
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মিয়ানমারের বিরাজমান পরিস্থিতিতে এ অঞ্চলের শান্তি নিশ্চিত করতে তারা কীভাবে একসঙ্গে কাজ করবে, সে বিষয়েও দুই পক্ষ আলোচনা করেছে।
হাছান মাহমুদ তিন দিনের সফরে ভারতের রাজধানীতে অবস্থান করছেন। গত মঙ্গলবার রাতে তিনি নয়াদিল্লি পৌঁছান। নতুন সরকারের শপথ নেওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই হাছান মাহমুদের প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।