সর্বোচ্চ আয়করদাতা শাহরুখ খান

সর্বোচ্চ আয়করদাতা শাহরুখ খান


এন্টারটেইনমেন্ট ডেস্ক

৫ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৫

বলিউড ‘বাদশা’ শাহরুখ খানের নতুন রেকর্ড। এবার ভারতের সর্বাধিক আয়করদাতা হিসেবে স্বীকৃতি পেলেন এ অভিনেতা। ভারতের সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ আর্থিক বছরে কর বাবদ ৯২ কোটি রুপী জমা দিয়েছেন শাখরুখ খান। যার ফলে দেশটির সর্বোচ্চ করদাতাদের তালিকায় শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছেন তিনি।

ফরচুন ইন্ডিয়ার দাবি, একের পর এক হিট সিনেমার জেরে ২০২৪ আর্থিক বছরে এসআরকে-র আয়ের পরিমাণ দাঁড়ায় ২ হাজার কোটি রুপী। ফলে রোজগারের নিরিখে গত অর্থ বর্ষে তার ধারে কাছে অন্য সুপারস্টাররা পৌঁছতেই পারেননি। তবে শাখরুখ ছাড়াও আয়করদাতাদের শীর্ষ তালিকায় নাম রয়েছে একাধিক বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা-অভিনেত্রীর। লিস্টে রয়েছেন একাধিক নামী খেলোয়াড়ও।

ভারতীয় আয়কর দফতর সূত্রে খবর, শুধুমাত্র হিট সিনেমা থেকেই যে শাহরুখ আয় করেছেন, এমনটা নয়। ব্র্যান্ড ও নানা ধরনের ব্যবসা থেকেও মোটা টাকা রোজগার করেছেন বলিউডের বাদশা। পর্দার ‘বাজিগর’-র পরই তালিকায় নাম রয়েছে তামিল মেগাস্টার থালাপতি বিজয়ের। ৮০ কোটি টাকা আয়কর দিয়েছেন তিনি।

গত আর্থিক বছরে বলিউডি ‘ভাইজান’-র কোনও সিনেমা বিরাট হিট করেছে এমনটা নয়। কিন্তু, তা সত্ত্বেও ৭৫ কোটি টাকা আয়কর দিয়েছেন সালমন খান। ফলে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সল্লু। সিনেমার পাশাপাশি সাম্প্রতিক অতীতে টিভি শো-তে বেশি করে দেখা যাচ্ছে তাকে। সেখানে উপস্থাপক হিসেবে তাকে ভালোভাবেই গ্রহণ করেছে ভক্তকুল। ফলে টিভি শো থেকে সলমনের উপার্জনের পরিমাণ বেড়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, এই লিস্টে চতুর্থ স্থানে আছেন অমিতাভ বচ্চন। গত আর্থিক বছরে ৭১ কোটি রুপী আয়কর দিয়েছেন বলিউডের ‘শাহেনশাহ’। এ বছরের ২৭ জুন মুক্তি পায় নাগ অশ্মিন পরিচালিত ‘কল্কি ২৮৯৮ এডি’। ব্লকবাস্টার এই সিনেমায় অশ্বথামার ভূমিকায় দেখা গিয়েছে বিগ বি-কে। ছবিটি হাজার কোটি টাকার ব্যবসা করেছে বলে জানা গিয়েছে।

অন্যদিকে, সর্বাধিক আয়করদাতাদের তালিকায় নাম রয়েছে ক্রিকেটার বিরাট কোহেলির। ষষ্ঠ স্থানে থাকা কোহলি আয়কর বাবদ জমা করেছেন ৬৬ কোটি রুপী। খেলোয়াড়দের মধ্যে প্রথম স্থানে রয়েছেন তিনি। এছাড়াও এমএস ধোনি, শচিন তেন্ডুলকার, সৌরভ গঙ্গোপাধ্যায় ও হার্দিক পাণ্ডিয়া মোট অঙ্কের আয়কর জমা দিয়েছেন। তাদের দেওয়া করের পরিমাণ যথাক্রমে ৩৮, ২৮, ২৩ ও ১৩ কোটি রুপী।

সারাবাংলা/এজেডএস


আয়কর
শাহরুখ খান

Scroll to Top