সর্বোচ্চ আদালতের রায়, তবু দায় মেটাচ্ছে না রেল

সর্বোচ্চ আদালতের রায়, তবু দায় মেটাচ্ছে না রেল

এ মামলায় সুবিধাপ্রাপ্তদের একজন অবসরপ্রাপ্ত স্টেশনমাস্টার কাজী শহিদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘এ মামলায় কারা সুবিধাপ্রাপ্ত হবেন, রায়ে স্পষ্ট নির্দেশনা আছে। তবু রেলের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা রায় নিয়ে ধূম্রজাল সৃষ্টি করেন।’ হীন উদ্দেশ্যে এটা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

রেলপথ, আইন ও অর্থ মন্ত্রণালয়ের একাধিক নথিতে দেখা যায়, উচ্চ আদালতের রায়ের পর অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন অনুবিভাগ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মতামত অনুবিভাগের মতামত জানতে চেয়ে পৃথক চিঠি দেয় রেলপথ মন্ত্রণালয়। রায়ে তারা স্পষ্ট হতে পারেনি, কর্মচারী ইউনিয়নের কারা এ রায়ের সুবিধাপ্রাপ্ত হবেন। যদিও এ বিষয়ে হাইকোর্টের রায়ে উল্লেখ রয়েছে, স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়ন রিটের আবেদনকারী। সাংগঠনিক কাঠামো অনুযায়ী, সংগঠনের সব সদস্যের পক্ষে প্রতিনিধি হিসেবে এর সভাপতি রিট করেন। সে অনুযায়ী স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নভুক্ত রেলওয়ের সব স্টেশনমাস্টার, সহকারী স্টেশনমাস্টার এবং স্টেশন সুপারিনটেনডেন্টদের ক্ষেত্রে এ রায় প্রযোজ্য হবে। শেষে সাব্যস্ত হয়, স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের সদস্যভুক্ত সব সহকারী স্টেশনমাস্টার, স্টেশনমাস্টার গ্রেড-১, ২, ৩, ৪ ও স্টেশন সুপারিনটেনডেন্টরাও উচ্চতর স্কেলে বেতন-ভাতা পাবেন।

Scroll to Top