বন্দুক ও গ্রেনেড নিয়ে হামলাকারীরা বন্দরনগরী গুয়াইকিলের টেলিভিশন স্টেশনটির সরাসরি সম্প্রচার অনুষ্ঠানে ঢুকে পড়লে রুদ্ধশ্বাস পরিস্থিতি তৈরি হয়। এ সময় গুলির শব্দের মধ্যেই এক নারীকে আকুতি জানিয়ে বলতে শোনা যায়, ‘গুলি করবেন না, দয়া করে গুলি করবেন না।’
হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় টিসি টেলিভিশনের এক কর্মী এএফপিকে বলেন, ‘দয়া করুন। তাঁরা আমাদের হত্যা করতে এসেছেন। ঈশ্বর, এটা যেন না হয়। অপরাধীদের সরাসরি সম্প্রচারে দেখা যাচ্ছে।’