বিএনপি নেতারা বলেছেন, সরকার প্রধানের সাংবিধানিক আদেশ জারির কোন অধিকার নেই, সেই এখতিয়ার শুধুমাত্র রাষ্ট্রপতির। কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করছে অভিযোগ করে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়ে জন্ম নেয়া বিএনপি সব সময় সংস্কারের পক্ষে। আরেক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, একটি রাজনৈতিক দল জুলাই সনদে সাক্ষর করার সুযোগ খুঁজছে।