ঢাকা, ২৩ মার্চ – সরকারের হাতে সময় কম মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের খুঁটির জোর জনগণ নয়, একটি দেশ। তার পরিচালকদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছে।
শনিবার (২৩ মার্চ) ঢাকা জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও সদ্য কারামুক্ত নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর পরিচালনায় আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মো. শাজাহান, নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, বেনজির আহমেদ টিটু, সাইয়েদুল আলম বাবুল, নাজিম উদ্দিন মাস্টার প্রমুখ।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, এই সরকারের হাতে সময় নেই। অচিরেই এই সরকারের বিদায় করে আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা হবে। আমাদের নেতাকর্মীরা ক্লান্ত কিন্তু বিভ্রান্ত না। এখনো গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের জন্য পুরোপুরি প্রস্তুত তারা। হতাশ হওয়ার কিছু নেই।
গয়েশ্বর আরও বলেন, বেগম খালেদা জিয়া কারাবন্দি। তার দায়িত্ব পালন করছেন তারেক রহমান। তার নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। তিনি প্রতিনিয়ত নতুন নতুন কর্মী সৃষ্টি করছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগের ভয়। এ জন্য সরকারের মন্ত্রী-এমপিরা আবোল-তাবোল বলছে।
সূত্র: কালবেলা
আইএ/ ২৩ মার্চ ২০২৪