সরকারের মধ্যে আত্মসন্তুষ্টি ও অস্বীকৃতির ভাব থাকলে সমস্যা বাড়বে বলে সতর্ক করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। তিনি বলেছেন, দেশে অর্থনৈতিক সমস্যা বেড়েছে। ফলে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে। ডেঙ্গুতে মানুষ মারা যাচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্য মন্ত্রণালয় বা সিটি করপোরেশন কী করছে, সেই প্রশ্ন তোলেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশে (পিআইবি) এক অনুষ্ঠানে অধ্যাপক আনু মুহাম্মদ এসব কথা বলেন। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) আয়োজনে ‘অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশ: মানুষ কী ভাবছে’ শীর্ষক এ অনুষ্ঠানে পালস সার্ভের (জনমত জরিপ) দ্বিতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হয়।
আলোচনায় অংশ নিয়ে অধ্যাপক আনু মুহাম্মদ জুলাই গণ–অভ্যুত্থানের তিনটি সাফল্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, স্বৈরাচারী শাসককে সরাতে পারাটা একটা বড় সাফল্য। বিভিন্ন জায়গায় ছাত্রলীগ-যুবলীগের নির্যাতন বন্ধ হয়েছে, এটা আরেকটা বড় সাফল্য। তৃতীয় সাফল্য হচ্ছে, অনেক ধরনের কথাবার্তা, বিতর্ক হচ্ছে, সবাই মতামত দিতে পারছে, অনেক সংগঠন তৈরি হচ্ছে।