ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের তালিকা প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বেলা সাড়ে তিনটা পর্যন্ত সর্বশেষ আপডেটে জানানো হয়, নিহতের সংখ্যা আরও একজন বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে।
বিবৃতিতে জানানো হয়, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি আছে ৪৩ জন ও মৃত ১২ জন, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি ১১ জন ও মৃত ১৫ জন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ১ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ১ জন, লুবানা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে মৃত অজ্ঞাত পরিচয় ১ জন, ইউনাইটেড হাসপাতাল লিমিটেডে মৃত ১ জন।
আহত ৫৫ জন এবং মৃত ৩০ জনের হিসাব জানানো হয়েছে প্রেস উইয়ের বিবৃতিতে।
টেলিফোনে এই তথ্য পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।