বিসিএস শিক্ষা ক্যাডার সংখ্যার দিক থেকে অন্যতম বৃহৎ। কিন্তু চাকরির সুযোগ-সুবিধার দিক থেকে সবচেয়ে পিছিয়ে থাকা একটি ক্যাডার।
এই ক্যাডারে না আছে সঠিক সময়ে পদোন্নতি, না আছে যোগ্যতা অনুযায়ী প্রাপ্য সুযোগ-সুবিধা। অথচ, অন্যান্য ক্যাডারে কর্মরতদের মতো আমরাও বাংলাদেশ সিভিল সার্ভিস তথা বিসিএস পরীক্ষা নামক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে যোগদান করি।
কিন্তু দেশকে সেবা দেওয়ার যে আকাঙ্ক্ষা নিয়ে ক্যাডার সার্ভিসে যোগদান করেছিলাম, যোগদানের পর থেকে জ্যেষ্ঠ সহকর্মীদের বঞ্চনার ইতিহাস দেখে সেই উচ্ছ্বাসের স্রোতে ভাটা নেমে আসে। তা সত্ত্বেও ভেবেছিলাম, সামনে সুদিন আসবে।
কিন্তু দিন দিন সেই বঞ্চনা ও বৈষম্যের পরিধি বাড়তেই থাকে। আমাদের চেয়ে অনুজ কর্মকর্তা, যারা অন্য ক্যাডার সার্ভিসে যোগদান করেছে; তারা সময়মতো পদোন্নতিসহ চাকরিতে প্রাপ্য সব সুবিধা পাচ্ছেন।
শুধু তাই নয়, অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়মিত পদোন্নতি হচ্ছে; অথচ, আমাদের অগ্রজ ব্যাচ থেকে শুরু করে আমাদের পরবর্তী ব্যাচগুলোতে পদোন্নতি যেন ডুমুরের ফুল হয়ে গেছে।