সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানালো কিরিবাতি | চ্যানেল আই অনলাইন

সবার আগে ২০২৫ সালকে স্বাগত জানালো কিরিবাতি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানালো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটি সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, গ্রিনিচ মান সময় ১০টায় (বাংলাদেশ সময় ৩১ ডিসেম্বর বিকেল ৪টা) বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৫ সালকে স্বাগত জানিয়েছে কিরিবাতি। যুক্তরাজ্য থেকে ১৪ ঘণ্টা এগিয়ে দেশটির সময়।

কিরিবাতির পর আন্তর্জাতিক সময় সকাল ১১টায় প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ টোঙ্গা ও সামোয়া এবং নিউজিল্যান্ডে ২০২৫ সালকে বরণ করে নেওয়া হবে।

কিরিবাতি আন্তর্জাতিক তারিখ রেখার পশ্চিমাংশের সবচেয়ে কাছে অবস্থিত। ১৯৯০ সালের আগে আন্তর্জাতিক তারিখ রেখা কিরিবাতির ওপর দিয়ে যেত, যার ফলে কিরিবাতির দুই অংশে থাকত দুই তারিখ। পরে আন্তর্জাতিক তারিখ রেখাটি কিরিবাতির সর্ব পূর্বের দ্বীপ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেওয়া হয়। ফলে কিরিবাতি জুড়ে এখন একটি তারিখই থাকে।

GOVT

Shoroter Joba

Scroll to Top