সবাই হোম অ্যাডভান্টেজ নেয়, আমরাও নেব—মিরাজ

সবাই হোম অ্যাডভান্টেজ নেয়, আমরাও নেব—মিরাজ

পুরো সিরিজজুড়েই মিরপুরের কালো পিচ ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্যাটারদের জন্য রীতিমত ‘মৃত্যুকূপে’ পরিণত হওয়া এই পিচে রোমাঞ্চকর এক লড়াই শেষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিল বাংলাদেশ। সিরিজ জয়ের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ বলছেন, সব দলই ঘরের মাটিতে হোম অ্যাডভান্টেজ নেয়, তারাও নিয়েছেন।

সিরিজের প্রথম দুই ম্যাচে স্পিনারদের দাপটে দাঁড়াতেই পারেননি ব্যাটাররা। দুই দলের বেশিরভাগ ওভারই করেছেন স্পিনাররা। শেষ ম্যাচে গিয়ে রানের দেখা পেয়েছে বাংলাদেশ।

মিরপুরের এই পিচ নিয়ে কম সমালোচনায় পড়তে হয়নি বাংলাদেশকে। মিরাজ অবশ্য এমন পিচ নিয়ে মোটেও আক্ষেপ করছেন না, ‘আপনি পৃথিবীর যে জায়গায় খেলতে যান না কেন, যাদের সঙ্গে আমরা খেলিনা কেন, তারা কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। আমার কাছে মনে হয়, আমি যদি নিউজিল্যান্ডে খেলি, ওখানে তারা কিন্তু হোম অ্যাডভান্টেজ নিয়েছে। তাই কোনো দল যদি বাংলাদেশে আসে, তখন তো অবশ্যই আমরা আমাদের ঘরের মাঠের সুবিধা নেব। কারণ, দিনশেষে সবাই কিন্তু ফলাফলই চায়।’

ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ জিতলেও র‍্যাংকিংয়ে উন্নতি হয়নি বাংলাদেশের। মিরাজ অবশ্য এখনই সরাসরি বিশ্বকাপে খেলার আশা ছাড়ছেন না, ‘আমাদের তো আরও অনেক হোম সিরিজ আছে। আমাদের সব ম্যাচই এখানে খেলব, এমন কিছু না। আমরা হয়তো বাইরেও অনেক ম্যাচ খেলব। যেহেতু আফ্রিকাতে খেলা আছে (বিশ্বকাপ), হয়তো টিম ম্যানেজমেন্ট যারা আছি, আরও সুন্দরমতো প্রস্তুতি নিতে পারব। বিশ্বকাপ তো এখন অনেক দেরি। আমাদের সামনে যে সিরিজগুলো আছে, সেগুলো নিয়ে আমাদের ফোকাস করা উচিত। আমাদের আগে পজিশনটা (র‍্যাংকিংয়ে) ঠিক করা উচিত। কারণ আগে তো আমাদের জায়গাটা ঠিক করতে হবে।’

আফগানদের বিপক্ষে আসন্ন হোম সিরিজে এমন পিচ থাকবে না বলেই আভাস দিলেন মিরাজ, ‘আফগানিস্তান এলে তো আমরা ‘ট্রু’ উইকেটে খেলব। আমরা তো এর আগে চট্টগ্রামে আফগানিস্তানের সঙ্গে খেলেছি। আমরা যতগুলি ওয়ানডে খেলেছি, চট্টগ্রামে খেলেছি। এটা দেখেন, আফগানিস্তানের সঙ্গে আমরা যে সিরিজটা দুবাইতে খেলেছি, ওরা কিন্তু আমাদেরকে পেস বোলিং উইকেট দেয়নি। অনেক স্লো উইকেট দিয়েছে। যেন ওদের স্পিনাররা সুবিধা পায়। এটা একটা দলীয় পরিকল্পনা। এটা কোনো দোষের কিছু নয়। এটা পৃথিবীর যে দেশেই যান, সবাই হোম অ্যাডভান্টেজ নেয়।’

Scroll to Top