২০২৬ সালের জানুয়ারী থেকে কর্মীদের সপ্তাহে কমপক্ষে ৩ দিন অফিসে থেকে কাজ করা বাধ্যতামূলক করতে যাচ্ছে সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট। কোম্পানির এই নতুন নীতির ফলে প্রতিষ্ঠানটির বিশ্বব্যাপী ২ লক্ষ ২৮ হাজার কর্মীর একটি উল্লেখযোগ্য অংশ সরাসরি প্রভাবিত হবে।
রোববার ১৭ আগস্ট টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, মাইক্রোসফট আগামী সেপ্টেম্বরে তাদের এই নতুন পরিকল্পনা ঘোষণা করতে পারে, যাতে কর্মীরা নতুন নীতিমালার সাথে খাপ খাইয়ে নিতে কয়েক মাস সময় পায়।
দ্য ভার্জ এর প্রতিবেদন অনুযায়ী, আগের নীতির নমনীয়তার ফলে অনেক কর্মী সপ্তাহের অধিকাংশ সময়ই ঘরে বসে কাজ করছিলেন। নতুন এই পদক্ষেপ মাইক্রোসফটকে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠান যেমন অ্যামাজন, গুগল ও মেটার সঙ্গে একই সারিতে নিয়ে এসেছে, যারা ইতিমধ্যে নিজেদের দূরবর্তী কাজের নীতিমালায় কঠোরতা এনেছে। অ্যামাজন এখন কর্মীদের সপ্তাহে ৫ দিন অফিসে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে, গুগল ও মেটা ৩ দিন অফিস উপস্থিতি বাধ্যতামূলক করেছে।
চলতি বছরে মাইক্রোসফটে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘটনার পর থেকে কোম্পানিটির কর্মীদের মনোবল নিম্নপর্যায়ে পৌঁছেছে। এই প্রেক্ষাপটে নতুন এই নীতিকে অনেকেই “গোপন ছাঁটাই” হিসেবে দেখছেন।
বিশ্লেষকদের মতে, অফিসে উপস্থিতির এই নতুন শর্তে অনিচ্ছুক কর্মীরা হয়তো বাধ্য হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারে, যা এক প্রকার ছাঁটাই প্রক্রিয়ার সমতুল্য।
বর্তমানে মাইক্রোসফট কিছু চ্যালেঞ্জের সম্মুখীন। রেডমন্ড অফিসে বর্তমানে সীমিত বসার জায়গা, বিদ্যুৎ সংকট এবং পর্যাপ্ত মিটিং রুমের অভাব রয়েছে, যদিও ইতিওমধ্যে মাইক্রোসফট ইতোমধ্যে ৫ বিলিয়ন ডলার জায়গা সম্প্রসারণ প্রকল্পে বিনিয়োগ করেছে।