চীনের বাসিন্দা ‘লিউ’ তার সব সম্পত্তি সন্তানদের নামে লিখে না দিয়ে, দিয়েছেন নিজের পোষা বিড়াল এবং কুকুরকে। লিউ এর ২৩ কোটি টাকার সম্পত্তির মালিক এখন তার পোষা বিড়াল এবং কুকুর ছানা।
এর আগে লিউ তার সম্পত্তির একটা অংশ সন্তানদের নামে লিখে দিলেও এখন সেখানে বড় পরিবর্তন এনেছেন । কারণ হিসেবে তিনি জানিয়েছেন, পুত্রকন্যারা কখনও তার পাশে থাকেনি। তাই বৃদ্ধ বয়সে এমন কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। হতাশা এবং ক্ষোভ থেকেই জীবনের বড় সিদ্ধান্তে বদল এনেছেন তিনি।
দলিলে লিউ উল্লেখ করেছেন, তার পরিবারে কেউ নেই, তাই তার প্রায় ২৩ কোটি টাকার সম্পত্তি পোষ্য বিড়ালছানা ও কুকুরছানাদের নামেই থাকবে। তার মৃত্যুর পর পোষ্যদের যত্ন ও তাদের লালন-পালনের কাজে সেই টাকা ব্যবহার করা হবে। লিউ তার নতুন দলিলের কথা সামাজিক মাধ্যমে এসে সবাইকে জানিয়েছেন। তবে চীনের আইন অনুযায়ী পোষা প্রাণীরা কোন সম্পত্তির অধিকারী হতে পারে না। তাই অনেকেই লিউর দলিলে সামান্য পরিবর্তন করার পরামর্শ দিয়েছেন।