‘সদরঘাটে মোবাইল-অর্থ ছিনতাইয়ে জড়িত তারা’ | চ্যানেল আই অনলাইন

‘সদরঘাটে মোবাইল-অর্থ ছিনতাইয়ে জড়িত তারা’ | চ্যানেল আই অনলাইন

বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির কোতয়ালি থানা পুলিশ। তারা হলেন- মাসুদ ওরফে রবিন, মো. সাইফুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম ওরফে আল আমিন।

আজ শুক্রবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, রাজধানীর সদরঘাট ভিআইপি গেটের সামনে কয়েকজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের জন্য সমবেত হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সদরঘাট পুলিশ ফাঁড়ির টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়।

GOVT

ডিসি তালেবুর রহমান আরও জানান, গ্রেপ্তার ৩ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা সদরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় পথচারীদের কাছ থেকে মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তারা আশপাশের রাস্তায় ও নির্জন স্থানে সুযোগ বুঝে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

DOROD_300X300-optimize

Scroll to Top