সচিবালয়ের সামনে আমরন অনশনে অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা | চ্যানেল আই অনলাইন

সচিবালয়ের সামনে আমরন অনশনে অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপ-পরিদর্শকরা | চ্যানেল আই অনলাইন

চাকরীতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরন অনশনের ঘোষণা দিয়েছে অব্যাহতি পাওয়া পুলিশের ৪০তম ব্যাচের শিক্ষানবিশ ৩শ’২১ জন উপ-পরিদর্শক। অন্যায় ভাবে চাকুরি থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের।

Shoroter Joba

Scroll to Top