রাজনীতিতে নামতে যাচ্ছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর কনিষ্ঠ কন্যা আসিফা ভুট্টো।
এনডিটিভি জানিয়েছে, পাকিস্তানের সিন্ধু প্রদেশে শহীদ বেনজিরাবাদ-১ (সাবেক নবাবশাহ) নির্বাচনী আসন থেকে আসিফার বাবা আসিফ আলি জারদারি সরে দাঁড়ানোয় আসনটি শূন্য ঘোষিত হয়েছে। ওই আসনে উপনির্বাচনের জন্য প্রার্থীতা দাখিল করে রাজনীতিতে নেমে পড়েছেন আসিফা ভুট্টো।
আসিফ আলি জারদারি পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফার্স্ট লেডি উপাধি গ্রহণ করছেন তার মেয়ে আসিফা। ফার্স্ট লেডির পদবী সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের স্ত্রী পেয়ে থাকেন। কিন্তু জারদারির স্ত্রী না থাকায় এই পদে দায়িত্ব গ্রহণ করছেন তার ছোট মেয়ে আসিফা ভুট্টো।
আগামী ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে শহীদ বেনজিরাবাদ-১ (সাবেক নবাবশাহ) আসনের উপনির্বাচন। নির্বাচনে আসিফার জয় প্রায় নিশ্চিত। সংসদের অংশ হয়ে তিনি তার দল ও পারিবারিক রাজনীতিকে শক্তিশালী করবেন বলেই ধারণা করা হচ্ছে।