সংসদ সদস্যদের বিপক্ষে গিয়ে আফগানদের পক্ষে বাটলার

সংসদ সদস্যদের বিপক্ষে গিয়ে আফগানদের পক্ষে বাটলার

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫ ১০:২২ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৫ ১০:৫৪

আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কট করতে রাজি নন বাটলার

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের জন্য বোর্ডের প্রতি আহ্বান জানিয়েছিলেন ইংল্যান্ডের শতাধিক সংসদ সদস্য। ম্যাচ বয়কটের এই আলোচনা চলছে তখন থেকেই। এবার ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলছেন, কোনো দেশের বিপক্ষেই ম্যাচ বয়কটের পক্ষে নন তিনি।

তালেবান সরকার ক্ষমতায় এসে দেশটির নারী ক্রিকেট দলসহ সকল নারী ক্রীড়া দলকে নিষিদ্ধ করেছে। তালেবান অধীনে আফগানিস্তানে নারী অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এই অভিযোগে ৩ বছর ধরেই দেশটির বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না অস্ট্রেলিয়া। তাদের পথে হাটতে ইংলিশ ক্রিকেট বোর্ডকেও আহ্বান জানিয়েছিলেন ১৬০জন ব্রিটিশ সংসদ সদস্য। ইংলিশ ক্রিকেট বোর্ড অবশ্য সেই চিঠির জবাবে বলেছিল, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত আইসিসির উপরে ছেড়ে দিতে চান তারা।

ভারতের বিপক্ষে প্রথম টি-২০তে মাঠে নামার আগে বাটলার বলছেন, বয়কট কোনো সমাধান হতে পারে না, ‘একজন ক্রিকেটার হিসেবে আমি এই ধরনের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যতটা সম্ভব অবগত হওয়ার চেষ্টায় আছি। এই ব্যাপারে হয়তো বিশেষজ্ঞরা আরও বেশি জানেন। আমি বোর্ড ও অন্যদের সাথেও এই ব্যাপারে আলোচনা করেছি। আমি মনে করি বয়কট কোনো সমাধান হতে পারে না।’

২০০৩ বিশ্বকাপে নিরাপত্তা শঙ্কায় জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ বয়কট করেছিল ইংল্যান্ড। এতে ওয়াকওভার পেয়েছিল জিম্বাবুয়ে। সেবার এক পয়েন্টের জন্য দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি ইংলিশরা। গুঞ্জন ছিল, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ না খেলতে চাপ দেওয়া হয়েছিল ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসাইনকে।

নিজের উপর এই ধরনের কোনো চাপ নেই বলেই সাফ জানালেন বাটলার, ‘দলের সদস্যরা আসলে এই ব্যাপারে খুব বেশি চিন্তিত নয়। আমরা আরও জানার চেষ্টা করছি এসব নিয়ে। খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন না রাজনৈতিক পরিস্থিতি খেলাধুলায় প্রভাব ফেলুক। আশা করি চ্যাম্পিয়নস ট্রফি আমরা আফগানদের বিপক্ষে খেলতে পারব। দারুণ একটা টুর্নামেন্টের আশা করছি আমরা।’

আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আফগানিস্তান।

সারাবাংলা/এফএম

আফগানিস্তান
ইংল্যান্ড
চ্যাম্পিয়নস ট্রফি
জস বাটলার
বয়কট

Scroll to Top