সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাব্য সময় জানালেন সিইসি

সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সম্ভাব্য সময় জানালেন সিইসি

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শনিবার (৯ আগস্ট) রংপুর বিভাগীয় কমিশনার মিলনায়তনে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচন করতে আইন শৃঙ্খলাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচনে বিশৃঙ্খলা করার সুযোগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

Scroll to Top