সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ – DesheBideshe

সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমার শেষ দিন আজ – DesheBideshe

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিল আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ রবিবার। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে পারবেন প্রার্থীরা।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৯ ও ২০ ফেব্রুয়ারি। যাচাই-বাছাইয়ে অবৈধ ঘোষিত হলে আপিল করা যাবে ২২ ফেব্রুয়ারি। ২৪ ফেব্রুয়ারি আপিল নিষ্পত্তি করা হবে। ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে। ২৭ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আর নির্বাচন হবে ১৪ মার্চ।

সংবিধান অনুসারে, সংসদে বর্তমানে ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। সংসদ নির্বাচনে জয়ী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে আসন বণ্টন করা হয়। সংসদের সাধারণ আসনে নির্বাচিত সংসদ সদস্যরা সংরক্ষিত আসনের নির্বাচনে ভোটার হন। যেহেতু দলগুলোর পক্ষ থেকে একক প্রার্থী দেওয়া হয়, ফলে শেষ পর্যন্ত নারী আসনে ভোটের প্রয়োজন হয় না।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ১৮ ফেব্রুয়ারি ২০২৪

Scroll to Top