ষড়যন্ত্রের মাধ্যমে কোনো দলকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখার পরামর্শ বিএনপির | চ্যানেল আই অনলাইন

ষড়যন্ত্রের মাধ্যমে কোনো দলকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখার পরামর্শ বিএনপির | চ্যানেল আই অনলাইন

ষড়যন্ত্রের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন না দেখার পরামর্শ দিয়েছে বিএনপি।

শুক্রবার রাতে লালবাগ থানাধীন আজিমপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেছেন বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতারা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সহসম্পাদক মীর নেওয়াজ আলী বলেন, ছাত্রদের ঘাড়ে ভর করে অন্যায়ভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে যে দলটি, মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে দেশের মানুষকে নির্বিচারে হত্যা করেছে সেই দল। সে ভূমিকা মানুষ কখনো ক্ষমা করবে না।

২৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত টুর্নামেন্টে বরিশাল ক্লাবকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর ক্লাব। ১৬ ডিসেম্বর শুরু হ ওয়া প্রতিযোগিতা শেষ হয় ২৩ ডিসেম্বর। অংশ নেয়া স্থানীয় ৮টি দল।

GOVT

Shoroter Joba

Scroll to Top