শ্রীলঙ্কার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে চীনের চুক্তি | চ্যানেল আই অনলাইন

শ্রীলঙ্কার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে চীনের চুক্তি | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শ্রীলঙ্কার জ্বালানি তেল পরিশোধন কেন্দ্রের সঙ্গে চুক্তি সই করেছে চীনের বৃহত্তম জ্বালানি সংস্থা সিনোপেক।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী জানান, হাম্বানটোটা শহরে ৩৭০ কোটি ডলারের পরিশোধনাগার চালু করতে এ চুক্তি হয়েছে। তবে, কেন্দ্রটি কী পরিমাণ জ্বালানি তেল প্রক্রিয়াজাত করতে পারবে, সে সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।

সম্প্রতি চীন ও শ্রীলঙ্কা ১৫টি নথি সই করেছে, এর মধ্যে বেশকিছু অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন সংক্রান্ত চুক্তি রয়েছে। শ্রীলঙ্কা পুরোপুরি আমদানি করা জ্বালানি তেলের ওপর নির্ভরশীল।

GOVT

২০২২ সালে বৈদেশিক মুদ্রা সংকটে ভেঙে পড়া অর্থনীতি স্থিতিশীল করতে বিদেশী বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছে ভারত মহাসাগরের দ্বীপ রাষ্ট্রটি।

Scroll to Top