শেষ হলো লোকসভা নির্বাচন, ৪ জুন ফল প্রকাশ | চ্যানেল আই অনলাইন

শেষ হলো লোকসভা নির্বাচন, ৪ জুন ফল প্রকাশ | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। শনিবার ১ জুন সকাল ৭টা থেকে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সপ্তম দফায় ভোট নেওয়া হয় দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি আসনে।

পশ্চিমবঙ্গের ৪২টির মধ্যে ৯টি লোকসভা আসন রয়েছে এ তালিকায়। ৮টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৫৭টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ছিল ৯০৭ জন।

এছাড়া উত্তরপ্রদেশের ৮০টি লোকসভা আসনের মধ্যে ১৩টি, বিহারের ৪০টির মধ্যে ৮টি, ওড়িশায় ২১-এর মধ্যে ছয়টি এবং ঝাড়খণ্ডের ১৪-র মধ্যে তিনটিতে ভোট হয়েছে। পঞ্জাবের ১৩ এবং হিমাচলের ৪টি লোকসভা কেন্দ্রের মধ্যে সবকটি এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের একমাত্র আসনে ভোট হয়েছে। আগামী ৪ জুন প্রকাশ করা হবে ভোটের ফল।

গত ১৯ এপ্রিল শুরু হয় ভারতের লোকসভা নির্বাচনের প্রথম ধাপ। দীর্ঘ দেড় মাস পর সপ্তম দফা ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবার শেষ হয়েছে নির্বাচন।

নির্বাচনের পরিবেশ এবং সমর্থকদের উৎসাহ দেখে কূটনৈতিকরা অনুমান করছেন, ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদির সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ আসতে পারে।  এবারও নরেন্দ্র মোদি ক্ষমতায় এলে স্বাধীন ভারতের ৭৭ বছরের ইতিহাসে একটি বিরল ঘটনা হবে।

প্রতি ৫ বছর অন্তর নির্বাচনে ২০১৪ সাল থেকে বর্তমান পর্যন্ত ভারতের ক্ষমতায় আছে বিজেপি। তবে ভারতের অনেক রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবারের নির্বাচনে নিজেদের অবস্থান ফিরে পাওয়ার ভালো সুযোগ রয়েছে কংগ্রেসের হাতে। এই সুযোগের নেতৃত্বে রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া)। ২০২৩ সালের জুলাই মাসে গঠিত এই জোটে রয়েছে বিজেপিবিরোধী ২৬টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের ক্ষমতায়ও রয়েছে।

অন্যদিকে শেষ দফা নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় সহিংসতার ঘটনা ঘটেছে। এ দফায় রাজ্যের ৯ আসনে ভোটগ্রহণের মধ্যে দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতার উত্তর কেন্দ্র সহিংসতার ঘটনা ঘটে।

সহিংসতার মূল কারণ হিসেবে ভোট দিতে না পারার ঘটনাকে চিহ্নিত করা হয়েছে। ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন আসন থেকে সহিংসতার তথ্য পাওয়া যায়।

জানা যায়, কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনসের ২৬৬ নম্বর বুথে ভুয়া এজেন্ট বসানো নিয়ে অশান্তি সৃষ্টি হয়। ওই কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শা হালিম অভিযোগ জানাতেই দৌড়ে পালান অভিযুক্ত ব্যক্তি। এছাড়া ভোট শুরুর আগেই রক্ত ঝরেছে বারাসাতে কদম্বগাছিতে। বিজেপির বুথ সভাপতির মেয়ের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।

গুলি, বোমাবাজি, বুথ জ্যাম, ভুয়া ভোটার, বিরোধী দলের কর্মীদের মাথা ফাটানোর মতো ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তম দফার ভোট। এতোসব সহিংসতার ঘটলেও এতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

Scroll to Top