শেষ দিনের রোমাঞ্চে বিশ্বকাপের টিকিট পেলেন যারা

শেষ দিনের রোমাঞ্চে বিশ্বকাপের টিকিট পেলেন যারা

গতকাল ছিল বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দিন। শেষ দিনে ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ৮ দল। সব মিলিয়ে ৪৮ দলের মধ্যে ৪২টি দল নিশ্চিত করল আগামী বিশ্বকাপের মূল পর্বে খেলা।

ইউরোপিয়ান অঞ্চল থেকে গত রাতে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন ৫টি দেশ। গ্রুপ ই এর ম্যাচে তুরস্কের সঙ্গে পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে বিশকাপের টিকিট পেয়েছে স্পেন।

গ্রুপ জে এর ম্যাচে লিখটেনস্টেইনকে ৭-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে পৌঁছে গেছে বেলজিয়াম। বি গ্রুপের ম্যাচে কসোভোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে সুইজারল্যান্ড।

গ্রুপ এইচ এর ম্যাচে বসনিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের টিকিট কাটল অস্ট্রিয়া। ইউরোপের শেষ দল হিসেবে সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে স্কটল্যান্ড। নাটকীয় এক ম্যাচে ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে পা রাখল স্কটিশরা।

কনকাকাফ অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে ৩টি দেশ। এল সালভাদোরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ২০১৮ সালের পর আবার বিশ্বকাপে পৌঁছে গেছে পানামা।

পৃথিবীর সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছে কুরাসাও। জ্যামাইকার সঙ্গে গোলশূন্য ড্রয়েই বি গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করল কুরাসাও। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে জ্যামাইকাকে পেছনে ফেললেন তারা।

নিকারাগুয়াকে ২-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে পৌঁছে গেছে হাইতি।

বাছাইপর্ব শেষে এখন পর্যন্ত ৪২ দল নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। বাকি ৬টি স্পট বাকি আছে প্লে-অফ জিতে আসা দলগুলোর জন্য।

Scroll to Top