এশিয়া কাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৪ দিন। ৮ দলের মধ্যে ৭ দল এরই মধ্যে ঘোষণা করেছে নিজেদের স্কোয়াড। আজ শেষ দল হিসেবে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত স্কোয়াডে ফিরেছেন অভিজ্ঞ পেসার মাতিউল্লাহ খান এবং স্পিনার সিমরনজিৎ সিং। চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দলের বাইরে থেকে এই দুজনই শুধু নতুন করে এশিয়া কাপের দলে সুযোগ পেয়েছেন।
এশিয়া কাপ শুরু হবে ৯ সেপ্টেম্বর। ‘গ্রুপ এ’-তে আরব আমিরাতের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান এবং ওমান।
১০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবে আরব আমিরাত। ২০১৬ সালের পর এই প্রথম এশিয়া কাপে অংশ নিচ্ছেন তারা। সেবারও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হয়েছিল।
আরব আমিরাত স্কোয়াড
মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মাতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজিৎ সিং এবং সাগির খান।