দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৪৬ রানে আটকে দিয়েছিল ভারত। ব্যাটিংয়ে নেমে এই লক্ষ্য তাড়া করতে নেমেই রোমাঞ্চের জন্ম দিয়েছেন সূর্যকুমার যাদবরা। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের শ্বাসরুদ্ধকর এক ফাইনালে শেষ ওভারে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে ভারত।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। আজ পাকিস্তানের ওপেনিং জুটি দুর্দান্ত খেলেছে। কোন উইকেট না হারিয়েই তারা তোলেন ৮৪ রান। তবে পাকিস্তানের উদ্বোধনী জুটির দুই ব্যাটার ফেরার পর থেকেই শুরু হয় অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়।
১ উইকেটে ১১৩ রান থেকে মাত্র ১৪৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তান! ৩০ রানে ৪ উইকেট নিয়ে কুলদিপ যাদব একাই ধসিয়ে দিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
লক্ষ্যটা খুব বড় না হলেও ব্যাটিং নেমে সুবিধা করতে পারেনি ভারত। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম করা অভিষেক আজ ফিরেছেন মাত্র ৫ রানে। গিল, সূর্যকুমার কেউই ইনিংস বড় করতে পারেননি।
তবে ভারতের ইনিংসকে টেনে নিয়েছে তিলক বর্মা। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সাঞ্জু স্যামসন ও শিভাব দুবে। স্যামসন, দুবে প্যাভিলিয়নে ফিরলেও শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন তিলক।
৫৩ বলে ৬৯ রান করা তিলকই ভারতকে জয়ের বন্দরে পৌঁছে যান। শেষ ওভারের চতুর্থ বলে রিংকু সিংয়ের ব্যাটে আসে জয়সূচক রান।
এই নিয়ে রেকর্ড ৯ম এশিয়া কাপের শিরোপা জিতল ভারত। একই টুর্নামেন্টে পাকিস্তানকে তিনবার হারানোর স্বাদ পেল সূর্যকুমারের দল।