শেয়ারবাজারে ব্যক্তি বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন

শেয়ারবাজারে ব্যক্তি বিনিয়োগকারীরা সক্রিয় হচ্ছেন

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীদের বড় অংশ বাজারে সক্রিয় হতে শুরু করলে সূচক ও লেনদেনে গতি ফিরবে। একাধিক শীর্ষ ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচনের আগে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বাজারে বিনিয়োগের ব্যাপারে যে অনাগ্রহ দেখা গিয়েছিল, সেটিতে কিছুটা পরিবর্তন হচ্ছে।

অনেকে বিনিয়োগের জন্য খোঁজখবর নিচ্ছেন। এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়লে সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগও বাড়তে শুরু করবে। তবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে শেয়ারের দামের সর্বনিম্ন মূল্যস্তর বা ফ্লোর প্রাইস তুলে নেওয়া দরকার বলেও মনে করেন তাঁরা।

ঢাকার বাজারে গতকাল লেনদেনের শীর্ষে থাকা পাঁচ ব্রোকারেজ হাউস হলো ইউসিবি স্টক ব্রোকারেজ, লংকা–বাংলা সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ, ইবিএল সিকিউরিটিজ ও শান্তা সিকিউরিটিজ। এ পাঁচটি ব্রোকারেজ হাউস মিলে মঙ্গলবার সোয়া ১০০ কোটি টাকার বেশি শেয়ার কিনেছে। এর বিপরীতে তারা বিক্রি করেছে প্রায় ১১২ কোটি টাকার শেয়ার। এসব ব্রোকারেজ হাউসের মধ্যে প্রকৃত বিনিয়োগ বেশি ছিল ইবিএল সিকিউরিটিজ, ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ ও শান্তা সিকিউরিটিজের।

Scroll to Top