শুল্ক আরোপে বাধা: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

শুল্ক আরোপে বাধা: সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছেন বিভিন্ন দেশের ওপর পালটা শুল্ক আরোপ সংক্রান্ত নিম্ন আদালতের রায় বাতিল করতে। ওই রায়ে ট্রাম্পের শুল্ক আরোপকে অবৈধ বলে উল্লেখ করা হয়েছিল।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বুধবার ৩ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে দায়ের করা এক আবেদনে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ চেয়ে বলা হয়েছে, আমদানি শুল্ক আরোপের ক্ষমতা সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের রয়েছে। তবে গত সপ্তাহে ফেডারেল আপিল আদালত রায় দেয়, প্রেসিডেন্ট এই ক্ষমতা ব্যবহার করে সংবিধান লঙ্ঘন করেছেন। আদালত জানায়, শুল্ক আরোপের ক্ষমতা মূলত কংগ্রেসের।

এই রায় ট্রাম্পের অর্থনৈতিক ও বৈদেশিক নীতির ওপর বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। এমনকি এতে যুক্তরাষ্ট্রকে বিলিয়ন বিলিয়ন ডলারের শুল্ক ফেরত দিতে হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

তবে আপিল আদালতের রায় সত্ত্বেও ট্রাম্প প্রশাসনকে চূড়ান্ত আপিলের সুযোগ দেওয়া হয়েছে, যার ফলে রায়ের কার্যকারিতা আপাতত স্থগিত রয়েছে।

সুপ্রিম কোর্টে জমা দেওয়া আবেদনে মার্কিন সলিসিটর জেনারেল জন সাওয়ার বলেছেন, “এই মামলার ঝুঁকি অত্যন্ত গভীর। নিম্ন আদালতের সিদ্ধান্ত কূটনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করেছে এবং প্রেসিডেন্টের কার্যকর পদক্ষেপে আইনি অনিশ্চয়তা সৃষ্টি করেছে।”

Scroll to Top