শুল্কের হুমকি দিয়ে নয়াদিল্লিকে যুদ্ধবিরতিতে রাজি করান ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

শুল্কের হুমকি দিয়ে নয়াদিল্লিকে যুদ্ধবিরতিতে রাজি করান ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি কথা বলে তিনি ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামাতে ভূমিকা রেখেছিলেন। তাঁর কথায়, বাণিজ্য ও শুল্কের হুমকি দিয়ে তিনি নয়াদিল্লিকে যুদ্ধবিরতিতে রাজি করাতে সক্ষম হন।

সোমবার ২৫ আগস্ট হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি ভারতের একজন অসাধারণ মানুষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলছিলাম। আমি তাকে জিজ্ঞেস করি, পাকিস্তানের সঙ্গে কী হচ্ছে? এই ঘৃণা ছিল ভয়ঙ্কর।’

তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই দেশের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্সের (ডিজিএমও) সরাসরি আলোচনার মাধ্যমে। সেখানে যুক্তরাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছিল না।

ট্রাম্প আরও দাবি করেন, ভারত-পাকিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছে। এমনকি শত শত বছর ধরে ভিন্ন ভিন্ন নামে এই শত্রুতা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জানান, শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি মোদিকে হুমকি দেন যে যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তি করবে না এবং উচ্চ শুল্ক আরোপ করবে।

ট্রাম্প বলেন, ‘আমি বলেছিলাম, যদি তোমরা যুদ্ধ চালিয়ে যাও, তবে কোনো চুক্তি হবে না, বরং এত বেশি শুল্ক দেব যে মাথা ঘুরে যাবে।’

মার্কিন প্রেসিডেন্টের দাবি, মোদির সঙ্গে কথোপকথনের মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও তিনি স্বীকার করেন, আবারও সংঘাত শুরু হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন সূত্রে বলা হয়, এটি প্রথম নয়। এর আগেও ট্রাম্প বহুবার দাবি করেছেন যে ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনিই ভূমিকা রেখেছিলেন। তাঁর ভাষ্যমতে, তিনি সারা বিশ্বে সাতটি যুদ্ধ থামিয়েছেন, যার মধ্যে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর সংঘাতও অন্তর্ভুক্ত।

Scroll to Top