ভারতীয় পণ্যের ওপর নতুন করে ৫০ শতাংশ মার্কিন শুল্ক আরোপ নিয়ে দু’দেশের মধ্যে ইন্টারসেশনাল সংলাপ হয়েছে। প্রতিরক্ষা সহযোগিতা জোরদারসহ গুরুত্বপূর্ণ নানা বিষয়ে ওই সংলাপে আলোচনা হয়েছে। আজ থেকে নতুন এ মার্কিন শুল্ক কার্যকর হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর থাকবে।
শুল্কসহ নানা বিষয়ে ভারত-যুক্তরাষ্ট্র ইন্টারসেশনাল সংলাপ | চ্যানেল আই অনলাইন

