শুল্কছাড়ের ফল পেতে সময় লাগবে

শুল্কছাড়ের ফল পেতে সময় লাগবে

এদিকে বাজারে নানা পদের খেজুর রয়েছে। দামেও ভিন্নতা দেখা যায়। ইতিমধ্যে খেজুরের দাম বেড়েছে। ব্যবসায়ীরা অবশ্য বলছেন, শুল্কছাড়ের ফলে খেজুর আমদানি বাড়বে। তখন বাজার কিছুটা নামতে পারে।

বাজারে বিভিন্ন ধরনের চাল আছে। দামেও রয়েছে ভিন্নতা। দুই দিনে কোনো চালের দাম কমেনি। আমদানি শুরু হলে তখন বাজার নামতে পারে বলে ব্যবসায়ীরা মনে করেন।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক করছাড় পর্যালোচনা করে দেখা গেছে, সয়াবিন ও পাম তেলে কেজিতে সাত থেকে আট টাকা শুল্ক-কর কমবে। চাল আমদানিতে প্রতি কেজিতে শুল্ক কমবে সাড়ে ২৩ টাকা। এ ছাড়া কার্টনে আনা সাধারণ মানের খেজুরের কেজিতে শুল্ক কমবে ৩৩ টাকা। সবচেয়ে কম, মানে কেজিতে ৭৫ পয়সা শুল্ক কমবে চিনিতে। 

মৌলভীবাজারের চিনি ব্যবসায়ী ইয়াসিন স্টোরের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, চিনির দর অনেক দিন ধরে বেড়ে আছে। সরকার কয়েক দফা দাম বেঁধে দিলেও তা কার্যকর হয়নি। মিল থেকে চিনি বেশি দামে কিনতে হয়েছে। এখনো সেভাবেই বাজার চলছে। রোজার আগে বড় কোনো পরিবর্তন আসবে বলে মনে হয় না।

Scroll to Top