দ্বিতীয়বারের মতো ‘টপ অ্যান্ড টি-টোয়েন্টি’ নামের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। গতবার রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার স্বপ্ন শিরোপা জয়।
‘এ’ দলকে বিভিন্ন জায়গায় খেলানোর মূল উদ্দেশ্য শেখানো। জাতীয় দলে যাওয়ার আগে বিভিন্ন কন্ডিশনের সঙ্গে তরুণ ক্রিকেটারদের মানিয়ে নেওয়ার জন্য। তবে শেখানোর পাশাপাশি জয়ের একটা উদ্দেশ্য তো থাকেই। অস্ট্রেলিয়া সফরের জন্য ঘোষিত ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বললেন, শুধু শিখতে নয় এবার শিরোপা জয়ের টার্গেট নিয়েই অস্ট্রেলিয়া যাচ্ছেন তারা।
৯ আগস্ট বাংলাদেশ ‘এ’ দল ডারউইনে পৌঁছাবে। ১৪ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ দল।
আজ বুধবার (৬ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নুরুল হাসান সোহান বলেন, ‘মূল লক্ষ্য হওয়া উচিত, একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, ফাইনাল খেলবো। এবং প্রতিটা খেলোয়াড়, যারা আমাদের সঙ্গে টিম ম্যানেজম্যান্ট আছে— তাঁদের লক্ষ্য ট্রফি জেতার।’
এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটিতে পাকিস্তান ‘এ’ দল, নেপালের জাতীয় দলসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকটি প্রতিষ্ঠিত ক্লাব অংশ নিবে। প্রতিপক্ষকে নিয়ে সোহানের মূল্যায়ন, ‘অনেকগুলো ভালো দল আছে। পাকিস্তান এ দল আছে, নেপাল জাতীয় দল আছে। ওখানে যে দলগুলো আছে, যাওয়ার পর মূল্যায়ন করার সুযোগ পাবো। আমার কাছে মনে হয় সব দলগুলোই ভালো, প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ টুর্নামেন্ট হবে। ওই কন্ডিশনে ভালো করার এটা একটা সুযোগ।’
টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষে অস্ট্রেলিয়ায় একটা চার দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ ‘এ’ দল। এই ম্যাচটা দারুণ কার্যকর হবে বলেছেন সোহান, ‘যেহেতু সামনের বছর টেস্ট আছে, এটা আমাদের জন্য ভালো সুযোগ যারা টেস্ট খেলবে। চারদিনের দল এখনও দেয়নি। যারাই খেলবে, তাদের জন্য বড় সুযোগ।’
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: কাজী নুরুল হাসান সোহান, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম, জিসান আলম, মাহিদুল ইসলাম ভূইয়া, ইয়াসির আলী চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বী, নাঈম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।