কেন হয় একজিমা
রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, সাবান অথবা শ্যাম্পুর সংস্পর্শে একজিমা হতে পারে। অ্যালার্জি হয় এমন বস্তু যেমন—পরাগ রেণু, ঘরবাড়ির ধুলা, পশুপাখির পশম, উল ইত্যাদি থেকে, হরমোনজনিত ভারসাম্যহীনতা বিশেষ করে মাসিকের সময় ও গর্ভাবস্থায় একজিমা বাড়ে। অতিরিক্ত গরম বা ঠান্ডা ও স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়ায় একজিমা হতে পারে।
একজিমা কয়েক ধরনের হয়—
অ্যাটোপিক একজিমা: শরীরের যেসব স্থানে ভাঁজ পড়ে যেমন-হাঁটুর পেছনে, কুনইয়ের সামনে, বুকে, মুখে এবং ঘাড়ে অ্যাটোপিক একজিমা হয়।
অ্যালার্জিক কনট্যাক্ট একজিমা: এ ধরনের একজিমা কোনো পদার্থ বা বস্তু থেকে দেখা দেয়। শুরুতে শরীরের যে অংশে অ্যালার্জি হয়, সেখানে লালচে দানা দেখা যায়। ধীরে ধীরে এটা শরীরের অন্যান্য অংশেও ছড়িয়ে পরে।
ইরিট্যান্ট কনট্যাক্ট একজিমা: এটা অ্যালার্জিক একজিমার মতোই এবং সাধারণত সাবান বা ডিটারজেন্ট বেশি ব্যবহারের কারণে এই একজিমা দেখা দেয়।