শীতের সন্ধ্যা নামতেই কয়রার পাড়া-মহল্লায় ব্যাডমিন্টন উৎসব

শীতের সন্ধ্যা নামতেই কয়রার পাড়া-মহল্লায় ব্যাডমিন্টন উৎসব

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মহারাজপুর এলাকার মনিরুল ইসলাম জানান, শীতের শুরুতেই বন্ধুদের সঙ্গে কোর্ট কেটেছেন। বন্ধুবান্ধব, এলাকার বড় ভাইয়েরা—সবাই উপস্থিত থাকেন। তাই খেলার পাশাপাশি আড্ডা দেওয়া যায়। সারা দিন কাজের পর বেশ ভালোই সময় কাটে।

কয়রা উপজেলা পরিষদ ও কয়রা থানা চত্বরেও দেখা যায়, জমে উঠেছে ব্যাডমিন্টন খেলা। কোর্ট থেকে ভেসে আসছে ‘থার্টিন হোপ’, ‘ফোরটিন লাস্ট’ চিৎকার। মাঠের পাশে র‍্যাকেট হাতে খেলার অপেক্ষায় থাকা কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, শীতের রাতে ব্যাডমিন্টন খেলার আলাদা একটা মজা আছে। প্রতি রাতে কিছু সময়ের জন্য হলেও মাঠে আসেন। ফিটনেস ধরে রাখার জন্য এ খেলার বিকল্প নেই।

Scroll to Top