শীতকালে যেভাবে গিজার ব্যবহার করবেন | চ্যানেল আই অনলাইন

শীতকালে যেভাবে গিজার ব্যবহার করবেন | চ্যানেল আই অনলাইন

শীতকালে ঠাণ্ডা পানির অত্যাচার থেকে আমাদের রক্ষা করে গিজার। তবে শুধু শীত বলে না, সারা বছরই আমরা কমবেশি গিজার ব্যবহার করি। কিন্তু যেকোনো জিনিসেরই যত্ন প্রয়োজন। আর সেটা যদি বিদ্যুৎ চালিত যন্ত্র হয় তবে তার যত্ন সব থেকে বেশি প্রয়োজন।

ভেবে দেখেন এই শীতে যদি হঠাৎ গিজার নষ্ট হয়ে যায়? তাহলে কেমন লাগবে? ভেবেই কেমন অস্বস্তি লাগছে না? সেই জন্য এমন পরিস্থিতি এড়াতে কিছু নিয়ম মেনে গিজার ব্যবহার করতে হবে।

BkashBkash

১। গিজার স্বয়ংক্রিয় ভাবে কাজ করে। বিদ্যুৎ সংযোগ পাওয়ার পর পানি গরম হয়ে গেলে নিজে থেকেই তা বন্ধ হয়ে যায়। বাড়ির গিজারটি স্বয়ংক্রিয় ভাবে কাজ করছে কি না, সে দিকে খেয়াল রাখুন। তা না হলে এক বার দক্ষ কাউকে দিয়ে দেখিয়ে নিন।

২। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে গিজারে পানি গরম হয়ে যায়। খেয়াল রাখুন তা হচ্ছে কি না। পানি গরম হতে দেরি হলে সব ঠিক আছে কি না এক বার যাচাই করা জরুরি। পানি গরম হতে অনেক দেরি হলে বুঝবেন গিজ়ারে কোনও গোলযোগ হয়েছে।

Reneta JuneReneta June

৩। পানি গরম হয়ে গেলে গিজারটি প্রধান জায়গা থেকে বন্ধ করে দিন। না বন্ধ করে গোসল করবেন না। এতে যেমন বিদ্যুতের সাশ্রয় হব, তেমনই গিজারটির দীর্ঘ দিন ভাল থাকবে।

৪। পানি গরম হয়ে গেলে সম্পূর্ণ পানি গিজার থেকে বার করে নিন। জল জমিয়ে রাখবেন না। পানি মজুত হতে থাকলে গিজারে আয়রন জমে গিয়ে তা দ্রুত নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

Scroll to Top