শিশুকে অপহরণের পর স্বজনদের সঙ্গে থানায় অভিযোগ করতে যান অপহরণকারী

শিশুকে অপহরণের পর স্বজনদের সঙ্গে থানায় অভিযোগ করতে যান অপহরণকারী

নড়াইলের লোহাগড়া উপজেলায় অপহরণের শিকার আবদুল্লাহ মেজবা (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোররাতে উপজেলার একটি বিনোদনকেন্দ্রের কক্ষ থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই চারজনের মধ্যে অপহরণকারী একজন শিশুটির স্বজনদের সঙ্গে থানায় অভিযোগ করতে গিয়েছিলেন।

অপহৃত শিশু আবদুল্লাহ লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকার প্রবাসী সালাউদ্দিন মৃধার ছেলে। অন্যদিকে গ্রেপ্তার চারজন হলেন একই এলাকার উজ্জ্বল শেখ (৩৬), গৃহবধূ রোজিনা বেগম (৩৫) ও পাশের যোগিয়া এলাকার ভ্যানচালক জান্নাতুল শেখ (২০)। এ ছাড়া ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।

Scroll to Top