শাহ আমানতে বিমানবন্দরে ১৬ হাজার দিরহাম জব্দ

শাহ আমানতে বিমানবন্দরে ১৬ হাজার দিরহাম জব্দ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তথ্য গোপন করে দিরহাম নেওয়ার পথে দুবাইগামী ২ যাত্রীর কাছ থেকে ১৬ হাজার দিরহাম জব্দ করে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় বিমানবন্দরের আন্তর্জাতিক লাগেজ স্ক্রিনিং পয়েন্টে এনডোর্সমেন্ট না করিয়ে বৈদেশিক মুদ্রা নেওয়ার বিষয়টি ধরা পড়ে।

যদিও পরে নিয়মনুযায়ী এনডোর্সমেন্ট করিয়ে সোনালী ব্যাংক বিমানবন্দর শাখা থেকে তাদের বৈদেশিক মুদ্রা পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বলেন, দুবাইগামী দুইজন যাত্রীর লাগেজে ১৬ হাজার দিরহাম পাওয়া যায়। তারা এ দিরহামের তথ্য কোথাও ঘোষণা করেননি। এনডোর্সমেন্ট করেননি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ ২০ হাজার টাকা পাচারের অভিযোগে তাদের আটক করে সোনালী ব্যাংকের বিমানবন্দর শাখায় এনডোর্সমেন্ট করিয়ে পাঠানো হয়। ৮ হাজার মার্কিন ডলার ব্যাংকে এনডোর্স করার পর তারা দুবাই চলে যান।

Scroll to Top