নিজের এক্স একাউন্টে পরিচালক কুন্দন শাহসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শাহরুখ। তিনি লিখেছেন, ‘এটি আমার ক্যারিয়ারের সবচেয়ে মিষ্টি, উচ্ছল ও সুখের ছবি।’ ‘কাভি হাঁ কাভি না’র একটি ছোট ভিডিও রিপোস্ট করেন শাহরুখ। সেখানে লেখা আছে, ‘৩০ বছর পেরিয়ে গেল, এখনো হৃদয়ে চিরকালীন ভালোবাসা হয়ে রয়েছে “কাভি হাঁ কাভি না”। আমরা কোন যুগে বসবাস করছি, সেটা মুখ্য নয়, বারবার দেখার পরও এই ছবি দেখার প্রশ্নে উত্তর হবে হাঁ।’ সত্যিই তা–ই! সেরা রোমান্টিক সিনেমার তকমাও পেয়েছে ‘কাভি হাঁ কাভি না’।
চলচ্চিত্রটিতে শাহরুখের চরিত্রের নাম ছিল সুনীল, যে কিনা একজন স্ট্রাগলিং মিউজিশিয়ান। ছবির নায়িকা আন্নার (সুচিত্রা কৃষ্ণমূর্তি) মন জয় করতে সব ধরনের চেষ্টা করে সুনীল। যদিও আন্নার সম্পর্ক ছিল অন্য একজনের সঙ্গে।
শাহরুখের সেই সিনেমার ৩০ বছর, নস্টালজিক বলিউড বাদশা

Related Posts

প্রথম টি-টোয়েন্টি: ওয়েস্ট ইন্ডিজের ভালো শুরু
October 28, 2025

হোপ-পাওয়েল ঝড়ে ওয়েস্ট ইন্ডিজের চ্যালেঞ্জিং স্কোর
October 28, 2025

প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ – DesheBideshe
October 27, 2025