৪৪তম বিসিএসের পুনঃফলাফল প্রকাশ ও পিএসসি সংস্কারের দাবিতে শুক্রবার শাহবাগ মোড় অবরোধ করেছিলেন চাকরিপ্রার্থীরা। তবে জনদুর্ভোগ বিবেচনায় সন্ধ্যায় অবরোধের ২ ঘন্টা পর অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা।
এর ফলে শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে। তবে তাদের দাবি পূরণ না হলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে শুক্রবার বিকেলে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ, নন-ক্যাডার বিধিমালা ২০২৩ বাতিল, পিএসসিতে লিখিত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন এবং বিসিএস পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির সময় দেয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রার্থীরা। এতে ওই এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চালিয়ে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কিও হয়। পরে জনদুর্ভোগ বিবেচনায় অবরোধ প্রত্যাহার করে তারা।
আন্দোলনকারীদের ৪ দফা দাবি
১. ৪৪তম বিসিএসের সব পদসহ পুনঃসুপারিশ এবং চয়েস লিস্টের নিচের ক্যাডারে সুপারিশ বাদ দিয়ে চূড়ান্ত ফল পুনরায় প্রকাশ করতে হবে। পরবর্তী বিসিএসেও এই নিয়ম চালু রাখতে হবে।
২. নন-ক্যাডার বিধিমালা ২০২৩ বাতিল বা সংশোধন করে ভাইভায় পাশ করা প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যককে নবম ও দশম গ্রেডে নিয়োগ দিতে হবে।
৩. প্রিলিমিনারি, লিখিত ও ভাইভার নম্বর প্রকাশ এবং পরবর্তী বিসিএস থেকে লিখিত খাতা পিএসসিতে বসে মূল্যায়ন করতে হবে। ভাইভার নম্বর সর্বোচ্চ ১০০ রাখতে হবে।
৪. স্পেশাল বিসিএসসহ সব পরীক্ষার আগে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় দিতে হবে।