শামীমের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অধিনায়ক লিটন দাস – DesheBideshe

শামীমের ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করলেন অধিনায়ক লিটন দাস – DesheBideshe

চট্টগ্রাম, ২৮ অক্টোবর – ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে হেরেছে বাংলাদেশ। মূলত ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরে বসেছে লিটন দাসের দল। ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনাররা ছিলেন ব্যর্থ। ওয়ান ডাউনে নামা লিটন দাসও ৫ রানের বেশি করতে পারেননি। এছাড়া ব্যর্থ ছিলেন শামীম পাটোয়ারীও।

যে কারণে ম্যাচ শেষে লিটন জানিয়েছেন শামীমের আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল। শামীমকে নিয়ে লিটন বলেন, ‘শামীম যেভাবে ব্যাট করেছে, সেটা কিছুটা হতাশাজনক; ওই পরিস্থিতিতে তার দায়িত্ব নেওয়া উচিত ছিল। পুরো ম্যাচজুড়ে আমরা ভালো বোলিং করেছি, শুধু শেষ ওভারটা বাদে। ওরা কয়েকটা দারুণ ক্যাচও নিয়েছে।’

ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেষদিকে এসে রভম্যান পাওয়েল খেলেছেন ২৮ বলে ৪৪ রানের ইনিংস। এর মধ্যে শেষ ওভারে তানজিম সাকিবকে মেরেছেন তিন ছক্কা। এ ছাড়া শাই হোপ ২৮ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন। লিটন মনে করেন শুরুর দিকে আরো উইকেট নিতে পারলে এই ম্যাচে এগিয়ে থাকার সুযোগ ছিল তাদের।

লিটন বলছিলেন, ‘প্রথম ১০ ওভারে তারা দারুণ ব্যাট করেছে। উইকেটটা কিছুটা ধীর ছিল, আর আমরা যদি শুরুতেই কিছু উইকেট নিতে পারতাম, তাহলে তারা চাপে পড়ে যেত। শেষের ওভারগুলোয় আমাদের আরও ভালোভাবে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার ছিল—এটাই মূল বিষয়, যেটার দিকে আমরা পরের ম্যাচে নজর দেব।’

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২৮ অক্টোবর ২০২৫



Scroll to Top