ব্রিটিশ সংসদে সংকল্প দিবস উপলক্ষ্যে কাশ্মীর নিয়ে বক্তব্য রেখেছেন ভারত অধিকৃত কাশ্মীরের ভূমিকন্যা ইয়ানা মীর। পেশাগতভাবে তার পরিচিতি ব্লগার ও সাংবাদিক হিসাবে। কাশ্মীরি অ্যাকটিভিস্ট হিসাবেও পরিচিতি রয়েছে তার।
কাশ্মীর সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ইয়ানা তার সামনে নিয়ে এসেছেন পাকিস্তানকে। আর সেই সূত্র ধরেই তিনি টেনে আনেন নোবেল জয়ী মালালা ইউসুফজাইয়ের প্রসঙ্গ।
উল্লেখ্য, পাকিস্তানের সোয়াত উপত্যকায় মালালাকে গুলি করেছিল তালেবানরা। ২০১২ সালের সেই সহিংসতার প্রসঙ্গ তুলে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ভারতের মেয়ে ইয়ানা মীর।
ব্রিটিশ সংসদ ভবনে দেওয়া ভাষণে ইয়ানা মীর বলেন, ‘আমি মালালা ইউসুফজাই নই। কারণ, আমি কোনও দিনওই আমার দেশ ছেড়ে পালিয়ে যাব না।’
কাশ্মীরের এই কন্যা বলছেন, ‘আমি স্বাধীন, আমি নিরাপদ আমার দেশ ভারতে, আমার বাড়ি কাশ্মীরে, যা ভারতের অংশ।’
পাকিস্তানে মালালার ওপর নৃশংস হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কিন্তু, আমি আপনার বিরোধিতা করি মালালা ইউসুফজাই, আমার দেশ, আমার প্রগতিশীল মাতৃভূমিকে নিপীড়িত বলে অপমান করার জন্য।’
ইয়ানা বলেন, ‘আমি সোশ্যাল মিডিয়া এবং বিদেশি মিডিয়াতে এই ধরনের সমস্ত টুলকিট সদস্যদের সদস্যদের বিরোধিতা করি, যারা ভারতীয় কাশ্মীর পরিদর্শন না করেই সেখানকার নিপীড়নের গল্প তৈরি করেছেন।’
ভাষণে ইয়ানা মীর বলেন, ‘আমি আপনাদের সকলকে ধর্মের ভিত্তিতে ভারতীয়দের মেরুকরণ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি আশা করব, ইউকে আর পাকিস্তানে থাকা আমাদের বিরুদ্ধের কুচক্রীরা আমার দেশকে অপমান করা বন্ধ করবে।’
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জম্মু ও কাশ্মীরের প্রথম নারী ব্লগার এই ইয়ানা মীর। তিনি পিতৃহারা এবং তথ্য বলছে তিনি কাশ্মীরের শ্রীনগরের বাসিন্দা। তিনি ডাইভারসিটি অ্যাম্বাসাডর অ্যাওয়ার্ড পেয়েছেন।