শরীফুল-তানজিমের তোপে নিউজিল্যান্ডের ধস

শরীফুল-তানজিমের তোপে নিউজিল্যান্ডের ধস

দারুণ একটি বছর কাটছে উইল ইয়াংয়ের। তাঁর আগে নিউজিল্যান্ডের হয়ে এক বছরে ১ হাজার রানের কীর্তি আছে—রজার টুজ (২০০০), মার্টিন গাপটিল, রস টেলর ও কেইন উইলিয়ামসন (২০১৫), ড্যারিল মিচেল (২০২৩)।

এদিকে মোস্তাফিজের ওপর চড়াও হয়েছেন ল্যাথাম। শর্ট বলে টেনে মারতে গিয়েছিলেন, বল ব্যাটের কানায় লেগে উইকেটের পেছন দিক দিয়ে হয়েছে ছক্কা—ইনিংসে যেটি প্রথম। ওই শটে ৫০ পেরিয়েছে নিউজিল্যান্ড।

১৫ ওভারে ৫৩/২।

Scroll to Top